গ্লোবাল সুপার লিগে (জিএসএল) নিজেদের প্রথম ম্যাচে খালেদে আহমেদের দারুণ বোলিংয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারায় রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেন্সকে ১ রানে হারিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্রাঞ্চাইজিটি। এবারও রংপুরের জয়ের নায়ক খালেদ।
জয়ের জন্য ২০ তম ওভারে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দরকার ছিল ৯ রান। সে ওভারের প্রথম বলে ডেভিড উইজেকে বোল্ড করেন আজমতউল্লাহ ওমরজাই। তাতেই ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স।
মিকি আর্থারের কোচিংয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) সবশেষ আসরের শিরোপা জেতে রংপুর রাইডার্স। কিন্তু কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে ডার্বিশায়ারের কোচিং করানোর কারণে আসন্ন জিএসএলে ডাগআউটে আর্থারকে পাচ্ছে না ফ্রাঞ্চাইজিটি।